• সদস্যার শ্লীলতাহানি! গ্রেপ্তার পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিজেপির পঞ্চায়েত সদস্যাj শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা। ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে।

    বিষয়টা ঠিক কী? নির্যাতিতার অভিযোগ, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শোভন তরফদার গত ৬ তারিখ রাত সাড়ে দশটা নাগাদ দলবল নিয়ে এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে হাজির হন ৷ কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় তাঁদের মধ্যে। এক পর্যায়ে ওই মহিলাকে ধাক্কা দেন তিনি। শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এরপর রাতে পেট্রাপোল থানায় ওই বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা ৷

    ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বিরোধী দলনেতা হরিদাসপুরের বাড়ি থেকে শোভন তরফদারকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে শোভনের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। শুনেছি সিসিটিভি ফুটেজ জমা পড়েছে থানায়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক। কেউ দোষ করে থাকলে তাকে শাস্তি দেওয়া হোক।” অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ।
  • Link to this news (প্রতিদিন)