• বয়ানে বিস্তর অসংগতি! মহেশতলার নার্স খুনে গ্রেপ্তার স্বামী
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বয়ানে বিস্তর অসংগতি। টানা জেরার পর মহেশতলার নার্স খুনে গ্রেপ্তার মৃতার স্বামী। ধৃতের নাম শেখ নাসির আলি। আজ, বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে আলাদতে। কেন এই নারকীয় কাণ্ড, তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলেই খবর।

    ঘটনার সূত্রপাত দিন কয়েকদিন আগে। মহরম উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল মৃতা শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী রাত দুটো নাগাদ স্বামীর খোঁজে বেরিয়েছিলেন। ধৃত নাসিরের দাবি ছিল, এরপর রাত আড়াইটে নাগাদ তাঁর কাছে ফোন আসে গলির মধ্যে একটি বাড়ির পিছনে তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

    এরপরই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরদিনই আটক করা হয় মৃতের স্বামীকে। টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই একাধিক অসংগতি মেলে বলে খবর। তার জেরেই স্ত্রীকে খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হল শেখ নাসিরকে।
  • Link to this news (প্রতিদিন)