ডিভিশন বেঞ্চেও মুখ পুড়ল রাজ্যের, SSC পরীক্ষা দিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা
হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
সুপ্রিম কোর্টের নির্দেশে চালু হওয়া SSCর নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না দুর্নীতিতে চিহ্নিত দাগিরা। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এর ফলে এই মামলায় এক সপ্তাহের মধ্যে ২ বার ধাক্কা খেল রাজ্য।
SSCর নতুন নিয়োগপ্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের তারা অংশগ্রহণ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অমান্য করে দাগিদেরও পরীক্ষায় বসার সুযোগ দেয় SSC। SSCর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন যোগ্য চাকরিহারারা। সেই মামলায় রাজ্য সরকার ও SSC একযোগে দাগিদের হয়ে সওয়াল করে। প্রশ্ন তোলে, যাদের চাকরি চলে গিয়েছে, যাদের টাকা ফেরত দিতে হচ্ছে তাদের এক অপরাধের জন্য কতবার শাস্তি দেওয়া যেতে পারে। পালটা মামলাকারীদের তরফে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ আমান্য করে অযোগ্যদের সুযোগ করে দিয়েছে SSC. এদের জন্যই হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। সেই মামলায় অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া যাবে না বলে রায় দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য ও SSC. বুধবার সেই মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের রায় অপরিবর্তিত রাখে ডিভিশন বেঞ্চ।
রায় বেরনোরন পর মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই মামলাও করতে হচ্ছে। রাজ্যের যে কাজ নিজে থেকে করার কথা সেই কাজ মামলা করে করাতে হচ্ছে। আমাকে সব কাজ ফেলে আদালতে গিয়ে সওয়াল করতে হচ্ছে।’
এই মামলার আরেক আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘অযোগ্যরা পরীক্ষায় বসতে পারল কি পারল না তাতে রাজ্য সরকারের কী? এই মামলা থেকে রাজ্য সরকার অযোগ্যদের বার্তা দিতে চায় যে সরকার অযোগ্যদের পাশে আছে।’
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এই সরকার ১৪ বছর পরেও তৃণমূল সরকারই রয়ে গেল, রাজ্য সরকার হতে পারল না। এদের কাজ মানুষের টাকা খরচ করে এক একটা মামলা লড়া। আর সেই মামলা হারা।’