'উনি দুর্গাপুজো করেন, ফিরহাদ হাকিমকে তো আমি নমাজি হিন্দু বলে জানতাম'
হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
দলের রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই মুসলিম ভোটব্যাঙ্ককে কাছে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শমীক ভট্টাচার্য। রাজ্যে মুসলিম সমাজের পশ্চাদপদতার জন্য ভোটব্যাঙ্কের রাজনীতিকে দায়ী করে সরব হয়েছেন তিনি। এবার তৃণমূলের বিরুদ্ধে মুসলিম আবেগ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি। রাজ্যের মুসলিম সমাজকে প্রশ্ন করলেন, দেশের কোন মুসলিম নেতা ছেলেমেয়েকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছেন? এমনকী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ‘নামাজি হিন্দু’ বলে উল্লেখ করেন তিনি।
শমীকবাবু বলেন, ‘আমি সংখ্যালঘু ভোট পাওয়ার কোনও আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানদের মুসলমান বানিয়ে রাখার রাজনীতি। মুসলমানদের মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমরা বলেছি যদি মুসলিম ভাইয়েরা আমাদের ভোট না দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব। কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই, ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে?’
তৃণমূলকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘পশ্চিমবঙ্গে যারা মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ভোটব্যাঙ্ক নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন, তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত? আর কোথায় পড়াশুনো করেছে? কে তাদের ছেলেমেয়ের মাদ্রাসায় পাঠিয়েছে? ভারতবর্ষে একজন মুসলমান নেতার নাম বলুন, যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে। এটা তো চলবে না। ববি হাকিম তো এরকম ছিলেন না। উনি তো দুর্গাপুজো করেন। উনি তো নামাজি হিন্দু ছিলেন। আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে।’