• সরকারি খরচে লাগাম, নয়া নির্দেশিকা জারি করল নবান্ন
    হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
  • বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে সরকারি খরচ বাঁচানো নিয়ে বড় গাইডলাইন তৈরি করল নবান্ন।মূলত কিছু ক্ষেত্রে খরচের উর্ধসীমা নির্ধারন করা হয়েছে। সোমবার এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

    নবান্নের জারি করা সেই নির্দেশিকায় বলা হয়েছে, সেচ, পূর্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পুর ও নগর উন্নয়ন দফতরের মতো দফতরগুলি সর্বোচ্চ ৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিতে পারবে। তার বেশি অনুমোদন তারা দিতে পারবে না। এদিকে ২০২৩ সালের নির্দেশিকায় এটাই ছিল ৫ কোটি টাকা। সেই উর্ধসীমা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায়।

    এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর, সুন্দরবন উন্নয়ন দফতরের কাজের ক্ষেত্রে এই অনুমোদনের উর্ধ্বসীমা আগে ছিল ৩ কোটি টাকা। সেটা এবার থেকে কমিয়ে ১ কোটি টাকা করা হয়েছে। সেই সঙ্গে আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প , তথ্য ও সংস্কৃতি দফতরের ক্ষেত্রে এই উর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৭৫ লাখ টাকা। বাকি যে অন্যান্য দফতর রয়েছে তাদের ক্ষেত্রে উর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫০ লাখ টাকা। অর্থাৎ একাধিক ক্ষেত্রে খরচের ক্ষেত্রে লাগাম টানল সরকার। মূলত সরকারি কোষাগার থেকে অতিরিক্ত খরচের ভার কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)