বেলাগাম মুসলিম তোষণ করতে এবার জেনারেলদের ভাগেও থাবা বসাচ্ছেন মমতা: শুভেন্দু
হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
তফশিলি জাতি ও উপজাতি, ওবিসির পর এবার মুসলিম তোষণ করতে গিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সঙ্গে বঞ্চনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার গুরুপূর্ণিমার দিন দুপুরে বিজেপি বিধায়কদের সঙ্গে রাজভবনে গিয়ে স্মারকলিপি দেন তিনি। এর পর সাংবাদিক বৈঠক করে শুভেন্দুবাবু বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণেও ৩টি মুসলিম জাতিকে যুক্ত করেছেন মমতা। এর ফলে বঞ্চিত হবেন প্রকৃতভাবে পিছিয়ে পড়ারা।
এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্যে সরকারি চাকরি বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে সংরক্ষণ বিধি মানে না রাজ্য সরকার। ফলে SC ও STরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া ওবিসি সংরক্ষণের নামে অবৈধভাবে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেকথা আদালতে প্রমাণিত হয়েছে। SC, ST ও প্রকৃত OBCর অধিকার কেড়ে নেওয়ার পর এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার কাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুবাবু বলেন, ২০১৯ সালে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনারেলদের দীর্ঘদিনের লড়াইয়ের ফল সেই সংরক্ষণ। সেই সংরক্ষণ পশ্চিমবঙ্গে কার্যকর করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন সেখানে মুসলিমদের অন্তর্ভুক্ত করে জেনারেলদের বঞ্চিত করতে চাইছেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, OBCর জাতীয় তালিকায় ২৭টি মুসলিম জনগোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নন। তাঁর ১০০ শতাংশ মুসলিমকে সংরক্ষণ দিতে হবে। কারণ ওই ৩০ – ৩২ শতাংশ ভোটটা ওনার দরকার। আর ওরা ভোট দেয়ও।
তিনি জানান, রাজ্যের এই বঞ্চনার কথা জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছেন তিনি। তাতে রাজ্যের বেআইনি এই কাজের বিরুদ্ধে রাজ্যপালকে সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের অনুরোধ করেছেন তিনি।