ধান বিক্রিতে বড় সিদ্ধান্ত, একবারে সর্বোচ্চ ১৫ কুইঃ বিক্রি করতে পারবেন চাষিরা
হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
আগামী খরিফ মরশুমে
খাদ্য দফতরের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আরও বেশি সংখ্যক ছোট ও প্রান্তিক চাষিকে সরকারি ধান বিক্রির সুযোগ দেওয়া। একসঙ্গে বেশি পরিমাণ ধান বিক্রির সুযোগ থাকলে কিছু প্রভাবশালী বা মধ্যস্থতাকারীরা
উল্লেখ্য, চলতি মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ৬০ লক্ষ টন। ইতিমধ্যেই তা ছাড়িয়ে ৫৬ লক্ষ টনের বেশি ধান কেনা হয়ে গিয়েছে, যা একটি রেকর্ড। আগামী মরশুমে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬৭ লক্ষ টন করা হয়েছে। এর মধ্যে উৎপাদিত চালের ৭৩ শতাংশ ইতিমধ্যেই সরকারের গুদামে পৌঁছেছে। তবে সরকারি বরাত পাওয়ার জন্য রাইস মিল মালিকদের ব্যাঙ্ক গ্যারান্টির অঙ্ক ৩৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬০ লক্ষ করার প্রস্তাবে আপত্তি তুলেছেন মিল মালিকরা। এ নিয়ে ভবিষ্যতে আলোচনা চলবে।