পতন অব্যাহত ভারতীয় ফুটবল দলের। ক্রমাগত তাদের অবস্থা খারাপ হচ্ছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা-র নতুন ক্রমতালিকায় ১৩৩ নম্বরে নেমে গিয়েছে তারা। খারাপ খেলার খেসারত দিচ্ছেন সুনীল ছেত্রীরা।
শেষ যখন ক্রমতালিকা প্রকাশ হয়েছিল তখন ভারত ছিল ১২৬ নম্বরে। অর্থাৎ, সাত ধাপ নেমে গিয়েছে তারা। শেষ বার এত খারাপ ফল হয়েছিল ২০১৭ সালে। সে বারও ১৩০-এর নীচে নেমেছিল ভারত। আট বছর পর আবার সেই ছবি দেখা গেল।
এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা ক্রমতালিকায় ২৪ নম্বর দেশ ভারত। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মতো দেশও ভারতের উপরে রয়েছে। ভারতের নীচে রয়েছে মায়ানমার (১৬০), আফগানিস্তান (১৬১), মলদ্বীপ (১৭১), নেপাল (১৭৬), বাংলাদেশ (১৮৪), ভুটান (১৮৬) ও শ্রীলঙ্কা (১৯৬)। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হাল পাকিস্তানের। ফিফা ক্রমতালিকায় থাকা ২১০ দেশের মধ্যে তারা ২০১ নম্বরে।
২০২৫ সালে ভারতের ফুটবল দল চারটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে তিনটে হেরেছে তারা। ড্র করেছে একটা। অর্থাৎ, চলতি বছর একটা ম্যাচও জিততে পারেনি ভারত। ক্রমতালিকায় অনেক নীচে থাকা বাংলাদেশকেও হারাতে পারেননি সুনীলেরা। তার খেসারত দিতে হয়েছে।
ভারতকে ফিফা ক্রমতালিকায় সবচেয়ে উপরে তুলেছিলেন স্টিফেন কনস্টানটাইন। তাঁর কোচিংয়ে ৯৬-এ উঠেছিল ভারত। ইগর স্তিমাচ কোচ থাকার সময়ও খারাপ খেলেনি তারা। কিন্তু মানোলো মার্কেজ় কোচ হওয়ার পর থেকে ভারতের খেলা খারাপ হয়েছে। তাঁর কোচিংয়ে সব মিলিয়ে আটটা ম্যাচ খেলেছে ভারত। জিতেছে মাত্র একটা। তা-ও সেটা প্রীতি ম্যাচ। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরম্যান্সের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন মানোলো। নতুন কোচ খুঁজছে ভারতীয় দল। ভারতের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা আন্তোনিয়ো লোপেস হাবাস। এখন দেখার ভারতীয় ফুটবলের দায়িত্ব কার হাতে যায়।