আজকাল ওয়েবডেস্ক: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল উত্তরপাড়ায়। মৃতার নাম রিয়া ব্যানার্জি। বয়স ২৬ বছর। গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই রিয়ার উপর মানসিক অত্যাচার চালাচ্ছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার আড়িয়াদহের বাসিন্দা রিয়া ব্যানার্জির সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছিল উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বিবি স্ট্রীটের বাসিন্দা অতিন্দ্র ব্যানার্জির। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বধূর উপর তাঁর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাতেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ তাঁরা দেখতে পান একটি অ্যাম্বুলেন্সে করে রিয়ার নিথর দেহ বাড়ি থেকে বার করে কোথাও নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী এঁবং তাঁদের পারিবারিক কেবল ব্যবসার দুই কর্মচারী। স্থানীয় মানুষের অভিযোগ, নির্যাতনের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই বধূর।
রিয়ার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর নির্যাতন চালাতেন শ্বশুরবাড়ির লোকজন এবং প্রায় ১০ বছর মেয়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। হঠাৎই বুধবার সন্ধ্যায় জামাই ফোন করে জানান মেয়ে মারা গিয়েছে। তাঁর ধারণা মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: শববাহী গাড়িতে মদ খেয়ে শবাসন চালক আর খালাসির! ছবি ভাইরাল হতেই কটাক্ষ বিরোধীদের
এই বিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুধীর রঞ্জন দাস বলেন, “আমি গতকাল পাড়ার ছেলেদের কাছ থেকে খবর পেলাম একটি অ্যাম্বুলেন্সে করে রিয়ার মৃতদেহ তাঁর স্বামী কোথাও নিয়ে গিয়েছে। পরবর্তী সময় বাড়ির লোকজনকে যখন জিজ্ঞাসা করি তখন রিয়ার শ্বশুরমশাই অমিত ব্যানার্জি জানান রিয়া মারা গিয়েছে। তাঁর দেহ উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে রাখা আছে। কিন্তু গোটা বিষয়টা আমার কাছে সন্দেহজনক।“ মৃত গৃহবধূর প্রতিবেশী উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক জ্যোতি কৃষ্ণ চ্যাটার্জি জানিয়েছেন, “প্রতিদিন ওই বাড়িতে গৃহবধুর ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন চলতো। তা আমরা জানতাম। গতকাল রাতে রিয়ার মৃত্যুর খবর আমি পাই। আমার ধারণা রিয়াকে খুন করা হয়েছে। আমি চাই পুলিশ এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করুক। যদি কেউ দোষী হন তাহলে তাঁর কঠোর শাস্তি হোক।“
আরও পড়ুন: প্রেমের টানে পাসপোর্ট করিয়ে বিদেশে পাড়ি, 'মন্দ' কপালে জুটল গুপ্তচর তকমা, বেধড়ক মারধর করে তুলে দেওয়া হল সেনার হাতে
ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। রিয়ার স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। অন্যদিকে, মৃত গৃহবধুর বাপের বাড়ির পক্ষ থেকে এই অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরপাড়া থানায়।