• চর্ম ও কুটির শিল্পের নয়া বিপণন কেন্দ্র, আলিপুরে শিল্পান্ন-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে নির্মিত হয়েছে ‘শিপ্লান্ন’। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের এক অনবদ্য বিপণন-সহায়তা-কেন্দ্র হিসেবে এটির উদ্বোধন করা হয়েছে।শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে থাকছে বিভিন্ন প্রসিদ্ধ সরকারি ও বেসরকারি সংস্থার চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটিরশিল্পজাত পণ্যের ভাণ্ডার। রয়েছে ফুড কোর্ট, কনফারেন্স রুম ও পার্কিং-এর ব্যবস্থাও।মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিল্পান্ন’তে থাকবে সব বড় শাড়ির দোকান। এছাড়াও, বাংলার শাড়ির ১৪টা নতুন শোরুমও এরমধ্যে থাকছে বলে জানান তিনি।
  • Link to this news (বর্তমান)