নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে কাশ্মীর ভ্রমণের জন্য আমন্ত্রণ ওমর আবদুল্লার
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় এসে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন দুই মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের ওমর আবদুল্লা জানান, “দিদির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। তিনি বারবার জম্মু-কাশ্মীরের মানুষের পাশে থেকেছেন। অপারেশন সিন্দুরের পর সে সময় দিদি এখান থেকে টিম পাঠিয়ে সাহায্য করেছিলেন। সব রকম সহযোগিতা করেছিলেন। দিদিকে ধন্যবাদ।” পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশ্মীর ভ্রমণের জন্য আহ্বানও করেন ওমর। মুখ্যমন্ত্রী ছাড়াও, এরাজ্যের সাধারণ নাগরিকদেরও ভূস্বর্গ সফরের বার্তা দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনারা ঘুরতে আসুন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জম্মু-কাশ্মীরের ভাইবোনদের পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওমর আবদুল্লা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কাশ্মীরে অতিথি হিসেবে যাওয়ার জন্য। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। পুজোর পরে চেষ্টা করব সেখানে যেতে।”পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি কাশ্মীরকে পুরোপুরি সাহায্য করার জন্য তৈরি আছি। আমি বাংলা পর্যটকদের বলছি আপনারা আবার কাশ্মীরে যান। ওখানে ভয়ের কোনও কারণ নেই। ওরা বলছেন নিরাপত্তার দিকটা দেখবেন। কাশ্মীর খুব সুন্দর। কাশ্মীরের নিরাপত্তার বিষয়টা পুরোপুরি ওদের হাতেও নেই। কেন্দ্রকে তাই বলছি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাশ্মীর আমাদের এত সুন্দর একটা জায়গা। গোটা দেশের থেকে পর্যটকরা কাশ্মীরে যায়। কেন্দ্রীয় সরকারের উচিত এর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা। কাশ্মীরের পাশমিনা, কেশর, আপেল, গোলাপের চাহিদা বিশ্বজুড়ে। সেই সঙ্গে সেখানকার নৈসর্গিক দৃশ্য অসাধারণ। আমরা একসঙ্গেই আগামী দিনে এগোতে চাই। শিল্পপতিদের বলব, তাঁরা কাশ্মীরকে সাহায্য করুন। সেই সঙ্গে বাংলাতেও বিনিয়োগ করুন। কারিগরি শিক্ষা ও দুইরাজ্যের সংস্কৃতির আদান-প্রদান সম্পন্ন হোক।”