• ২৩৩০ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য’ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ফের বকেয়া নিয়ে সরব রাজ‍্য
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৫
  • রাঁচি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ফের কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে সরব রাজ‍্য। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে ফের সরব হল রাজ্য। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

    সূত্রের খবর অনুযায়ী, একাধিক ক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে এই বৈঠকে জানিয়েছে রাজ‍্য। ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের” টাকা এখনও পর্যন্ত পায়নি রাজ্য। এই প্রকল্পে ২৩৩০ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য।

    বর্তমানে কেন্দ্রের তরফে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হলেও আগে চালু থাকা প্রকল্পের বকেয়া টাকা পায়নি রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সেই টাকা দেওয়ার অনুরোধ রাজ্যের। রাজ্যকে এই প্রকল্পে মোট ৮৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে ২৩৩০ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে রাজ্যের।
  • Link to this news (News18 বাংলা)