• গাড়ির কর দিতে এবার পারমিট লাগবেই! পারমিট নিয়ে চালু হল বেশকিছু নতুন নিয়ম
    হিন্দুস্তান টাইমস | ১১ জুলাই ২০২৫
  • গাড়ি পারমিট নিয়ে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহন দফতর। পারমিটকে এবার প্রায় সব ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল। যার মধ্যে অন্যতম যানবাহনের কর দিতে হলে পারমিট লাগবে। পারমিট ছাড়া কর দেওয়া যাবে না। পারমিট যদি ডিজিটাইজড না হয়, তাহলে পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও নতুন পারমিট নেওয়া ও রিনিউ করার ব্যাপারেও বেশ কিছু নিয়ম জারি করল পশ্চিমবঙ্গের পরিবহন দফতর।


    কারওর পারমিট যদি ডিজিটাইজ পারমিট না হয়, তাহলে কর দেওয়ার সময় পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও দ্রুত সব বাহন-মালিকদের পারমিট স্ক্যান অরে ডিজিটাল কপি আপলোড করতে বলা হয়েছে। বাহন পোর্টালে গিয়ে করতে হবে এই আপলোডের কাজ।


    পারমিট নিয়ে এবার সব কাজই অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। পরিবহন দফতর থেকে তাই এই ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)