• শিলিগুড়িতে জিআইএস এডুকেশন এক্সপো-২০২৫’এ অভূতপূর্ব সাড়া
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হল জিআইএস এডুকেশন এক্সপো-২০২৫। শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন কোর্স নিয়ে শিক্ষা বিষয়ক মত বিনিময়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ বিভিন্ন জায়গা থেকে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিজ্ঞাসার সঠিক উত্তর ও দিশা পান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রাভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং জিআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদার।

    কলকাতা ও দুর্গাপুরে অভূতপূর্ব সাড়া মেলার পর শিলিগুড়িতে জিআইএস এক্সপোতেও উৎসাহজনক সাড়া মিলেছে বলে জানান বিদ্যুৎ মজুমদার।এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা শিক্ষা বিষয়ক বিভিন্ন কোর্সের ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের উপর  মত বিনিময়ের মধ্যে দিয়ে তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর সহজে পান। যা উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সাহায্য করবে।  

    এদিকে, দ্য অ্যাসোসিয়েশন অব মাইনোরিটি প্রফেশনাল অ্যাকাডেমিক ইন্সটিটিউট ঘোষণা করেছে সিপিএমপি ২০২৫, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা আগামী ২৭ জুলাই গ্রহণ করা হবে। শিলিগুড়ি সহ মোট ১৩টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানান বিদ্যুৎ মজুমদার। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পর্যবেক্ষণে এই পরীক্ষা নেওয়া হবে। শিলিগুড়ি ছাড়া কলকাতা উত্তর ও দক্ষিণ, নদীয়া, আসানসোল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মেদিনীপুর, পাটনা, রাঁচি, আগরতলা এবং গুয়াহাটিতে এই পরীক্ষা কেন্দ্রগুলি হবে। 

    পরীক্ষার মধ্যে দিয়ে চার বছরের বিটেক, বিফার্মে ভর্তির যোগ্যতা অর্জনের সুযোগ মিলবে। পরীক্ষায় বসার জন্য আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের পর্যন্ত বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে। সেই সঙ্গে স্বীকৃত কোনও বোর্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক নিয়ে ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)