• বেঙ্গালুরু পুলিসের হাতে পাকড়াও জলপাইগুড়ির যুবক
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শেয়ারে লগ্নির নামে অনলাইনে ৩০ লক্ষ টাকা প্রতারণা! বেঙ্গালুরু পুলিসের হাতে গ্রেপ্তার জলপাইগুড়ির যুবক। ধৃতের নাম সুমিত সিনহা। বাড়ি জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে রহমান হাউস লেনে। ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। পাঁচদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় আদালত। ১৫ জুলাইয়ের মধ্যে ধৃতকে বেঙ্গালুরুর ৪৫ নম্বর এসিজেএম আদালতে পেশ করতে হবে। 

    গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু ইস্ট ডিভিশনের সাইবার থানায় একটি মামলা দায়ের হয়। তারই তদন্তে নেমে জলপাইগুড়ির যুবকের খোঁজ পায় বেঙ্গালুরু পুলিস। সেইমতো তারা তদন্তের জাল গোটাতে থাকে। বুধবার বেঙ্গালুরু পুলিসের পাঁচজনের টিম জলপাইগুড়িতে আসে। ওত পেতে তারা গ্রেপ্তার করে সুমিত সিনহা নামে ওই যুবককে। তার শিলিগুড়িতে কাপড়ের ব্যবসা রয়েছে। 

    তদন্তে আসা বেঙ্গালুরু পুলিসের এক আধিকারিক বলেন, ধৃতের বিরুদ্ধে এখনও একটি মামলায় তদন্ত শুরু হয়েছে। শেয়ারে লগ্নির নামে অনলাইনে ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে জলপাইগুড়ির এই যুবকের বিরুদ্ধে। পাঁচদিনের ট্রানজিট রিমান্ডে তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে।
  • Link to this news (বর্তমান)