কৃষ্ণ কল্যাণীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে গ্রেপ্তার যুবক
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আশিস দাস। সে বামনগ্রাম এলাকার বাসিন্দা। রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার পুলিস বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে হাজির করে। আদালত সূত্রে খবর, পুলিস নিজেদের হেফাজতে না চাওয়ায় ধৃতকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার এদিন বলেন, বিধায়কের অভিযোগের ভিত্তিতে আমাদের সাইবার ক্রাইম থানার তদন্তকারীরা অনুসন্ধান চালায়। তখনই জানা যায় কয়েক বছর আগে ফেসবুক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এরপরই ওই যুবককে পাকড়াও করা হয়। কী উদ্দেশ্যে, কেন এই অ্যাকাউন্ট খোলা হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত সপ্তাহে কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিজেপি চক্রান্ত করে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে। যেখানে বিজেপি নেতাদের সঙ্গে তাঁর প্রোফাইলে ছবি যুক্ত করা হয়েছে। এব্যাপারে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বিধায়ক। এরপরই তদন্তে নেমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরির সঙ্গে যুক্ত যুবককে জালে তোলে পুলিস। এপ্রসঙ্গে এদিন বিধায়কের দাবি, ২০২১ সালে আমার থেকে কোনও অনুমতি না নিয়েই একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যেটিকে কাজে লাগিয়ে আসন্ন ভোটের সময় কুৎসা রটানোর সম্ভাবনা ছিল। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারত। তাই বিষয়টি আমার নজরে আসতেই পুলিসের দ্বারস্থ হই। রায়গঞ্জ পুলিস বিষয়টিতে তৎপরতার সঙ্গে মূল অভিযুক্তকে সনাক্ত করে গ্রেপ্তার করেছে। আমার বিশ্বাস অভিযুক্ত বিজেপি ঘরানার সঙ্গে যুক্ত।