জল্পেশে শ্রাবণী মেলা: মন্দিরে প্রবেশের জন্য থাকছে দু’টি পথ
বর্তমান | ১১ জুলাই ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: এবছর শ্রাবণী মেলায় বন্ধ থাকছে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাওয়ার পুরাতন সেতু। তবে মন্দিরে প্রবেশের জন্য থাকছে দু’টি পথ। বৃহস্পতিবার একথা জানালেন প্রশাসনিক কর্তারা। এদিন ময়নাগুড়ির জল্পেশ মন্দির ও মেলার মাঠ পরিদর্শন করেন জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাঁজা, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যরা। এবার জল্পেশ মেলার মাঠে শ্রাবণী মেলা উপলক্ষে থাকছে টিকিট কাউন্টার। এছাড়াও জটিলেশ্বর মন্দির হয়ে আসার রাস্তায় থাকছে আরও একটি টিকিট কাউন্টার। পুরুষ ও মহিলাদের জন্য হবে আলাদা গেট।
আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। ইতিমধ্যেই এই মেলা ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, সাদা পোশাকে পুলিস থাকবে। থাকছে সিসি ক্যামেরা। পুলিস জানিয়েছে, যাঁরা জটিলেশ্বর মন্দিরের রাস্তা দিয়ে আসবেন, তাঁরা হাতিগেট দিয়ে স্কাইওয়াক হয়ে মন্দিরে প্রবেশ করবেন। অপরদিকে, যাঁরা তিস্তার ঘাট হয়ে জল নিয়ে আসবেন, তাঁরা মেলার মাঠ হয়ে শিব-পার্বতী গেট হয়ে মন্দিরে প্রবেশ করবেন। সে কারণে দু’টি স্থানে টিকিট কাউন্টার থাকছে। টিকিট কাউন্টারে নিরাপত্তায় থাকবে পুলিস। এছাড়াও যাঁরা ভান্ডারা দেবেন, তাঁরা প্রশাসনের অনুমতি ছাড়া তা দিতে পারবেন না বলে পুলিস জানিয়েছে। কোনওরকম প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করা যাবে না। ভক্তরা পুজো দিয়ে মন্দিরের উল্টো পাশ দিয়ে নতুন সেতু হয়ে বেরিয়ে যেতে পারবেন।
পুলিস সুপার বলেন, শ্রাবণী মেলায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা থাকবে। নিজস্ব চিত্র।