• হলদিয়ায় মাইতি পরিবারের পূর্ণিমার রথযাত্রা ঘিরে মাতোয়রা বড়বাড়ি
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার হলদিয়ার মাইতি পরিবারের রাধাগোবিন্দ জিউর পূর্ণিমার রথযাত্রায় মেতে উঠলেন বড়বাড়ি গ্রামের বাসিন্দারা। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে গ্রামের মানুষকে নিয়ে ২০১২ সালে রথের সূচনা করেছিলেন হলদিয়ার বড়বাড়ি গ্রামের বাসিন্দা একাদশী মাইতি। নামী যাত্রাশিল্পী হিসেবে তাঁর পরিচয় ছিল। বড়বাড়ির পূর্ণিমার রথ এবার ১৩ বছরে পড়েছে। প্রায় ১৫ ফুট উঁচু রথে চড়ে গ্রাম পরিক্রমা করেন রাধাগোবিন্দজিউ। গ্রামের মহিলা ও শিশু কিশোর কিশোরীদের মধ্যে রথ নিয়ে এদিন উন্মাদনা চোখে পড়ে। প্রতি বছরের মতো এবারও গুরুপূর্ণিমা উপলক্ষ্যে দিনভর মাঙ্গলিক রীতিনীতি মেনে পুজো, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। 

    গেঁওয়াডাব, চাউলখোলা, মনোহরপুর সহ পাশাপাশি প্রায় চারটি গ্রাম ছুঁয়ে কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে রথ। গ্রামের প্রবীণরা রথের রশিতে টান দিয়ে যাত্রা শুরু করেন। হাজারের বেশি মানুষ উৎসবের মেজাজে রথ টানেন। এলাকার কচিকাঁচারা রথ উপলক্ষ্যে বিভিন্ন দেবদেবীর সাজে শোভাযাত্রায় অংশ নেয়। রথের আগে এদিন দুপুরে প্রায় দেড় হাজার ভক্তকে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, রথের সূচনা করেছিলেন একাদশী মাইতি। তাঁর মৃত্যুর পর এখন রথযাত্রা উৎসবের আয়োজন করেন তাঁর ছেলে তপনকুমার মাইতি। তপনবাবু বলেন, পরিবারের উদ্যোগে শুরু হলেও আমরা সবাই মিলে গ্রামের মানুষের আনন্দের জন্য রথযাত্রার আয়োজন করছি। স্থানীয় শিক্ষক অনুপ পাঁজা বলেন, মাইতি বাড়ির এই রথে এসেছেন পদস্থ আধিকারিক ও বিশিষ্ট মানুষজন আসেন। মাইতি পরিবারের সদস্য হরেকৃষ্ণ মাইতি ভারতীয় সেনাবাহিনীর রেডার অপারেটর। এবার অপারেশন সিন্দুরে ওয়ারফ্রন্টে লড়াই করেছেন। তিনি বলেন, প্রত্যেক বছর পরিবারের রথের সময় বাড়ি ফিরে আসি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)