• পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিতে হাজারের বেশি রাস্তা বেহাল, একসঙ্গে সংস্কার অসম্ভব: জেলাশাসক
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: টানা বৃষ্টির জেরেই বন্যা পরিস্থিতি দেখা দেয়। আর তাতেই গড়বেতা-১, গড়বেতা-২ ও ঘাটাল মহকুমার একাধিক এলাকার প্রায় চারশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রিপোর্ট আসতেই মাথায় হাত উঠেছে প্রশাসনের আধিকারিকদের। কারণ, চটজলদি এত রাস্তার সংস্কার করা অসম্ভব। কিন্তু রাস্তা বেহাল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু গ্রামের মানুষ। জানা গিয়েছে, কয়েক হাজার ছোট রাস্তা তো বটেই, তার সঙ্গে বহু মাঝারি ও বড় মাপের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিকল্পনা করা হলেও, টানা বৃষ্টির জেরে রাস্তার সংস্কার শুরু করাও সম্ভব হচ্ছে না। গ্রামবাসীরা জানাচ্ছেন, হড়পা বানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। গড়বেতা-১ ব্লকের বেনাচাপড়া সহ একাধিক এলাকায় রাস্তার কঙ্কালসার চেহারা সামনে এসেছে। তারমধ্যে বিভিন্ন রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায়, দুর্ঘটনা নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

    এদিন জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, বন্যা পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় রাস্তার ক্ষতি হয়েছে। এই বিষয়ে বৈঠকও হয়। ধাপে ধাপে রাস্তা সংস্কার হবে। কারণ, একসঙ্গে এত রাস্তার সংস্কার সম্ভব নয়। তারমধ্যে টানা বৃষ্টি হচ্ছে। এরফলে রাস্তা সংস্কার শুরু করা সম্ভব না। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, বিভিন্ন এলাকায় রাস্তা পরিদর্শন করেছি। আশা করছি দ্রুত রাস্তার সমস্যার সমাধান করা হবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে। এর ফলে, রাজ্যের পক্ষে এক সঙ্গে সবদিক সামলানো সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝি সময় থেকেই জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এরফলে শিলাবতী নদীতে জল বাড়তে শুরু করে। হড়পা বানে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় রাজ্য ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলার গড়বেতা-১ ও গড়বেতা-২ ব্লক থেকে দ্রুত জল নেমে গেলেও ঘাটাল মহকুমা জলমগ্ন হয়ে যায়। জানা গিয়েছে, সেই সময়ে বন্যা পরিস্থিতির জেরে ৩ হাজারের বেশি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে বিভিন্ন এলাকায় সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পাশাপাশি শুধু ঘাটাল মহকুমায় ২ হাজার হেক্টরের বেশি জমির ফসলের ক্ষতি হয়। তবে বিপুল সংখ্যক রাস্তা ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

    প্রশাসনের এক আধিকারিক বলেন, মেদিনীপুর জেলায় পথশ্রী প্রকল্পে ১৭১৯টি রাস্তার সংস্কার হবে। তার মধ্যে ১২৩৫টি রাস্তার সংস্কার হয়ে গিয়েছে। বন্যা পরিস্থিতির জেরে বেশকিছু সংস্কার হয়ে যাওয়া রাস্তারও ক্ষতি হয়েছে। তবে বিভিন্ন এলাকার ছোট রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বেশকিছু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গাপুজোর আগে বেশকিছু রাস্তা মেরামত করা হবে। গড়বেতা-২ ব্লকের হুমগড় এলাকার বাসিন্দা চন্দন পাল বলেন, বহু গ্রামের ছোট ছোট রাস্তায় হাঁটা যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগীদের হাসপাতালাতে নিয়ে যেতে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)