• টানা ৩দিন পর সূর্যের মুখ দেখল কলকাতা, শুক্র-শনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনদিন বাদে সূর্যের মুখ দেখতে পেল শহর। রবিবারের পর বৃহস্পতিবার প্রথম একটু শুকনো হল হাওয়া। অনেকটা হাঁটার পর পিঠ ভিজল মিহি ঘামে। পূর্বাভাস যদিও দিয়েছিল হাওয়া অফিস। তবুও মানুষের বিশ্বাস হচ্ছিল না যে বৃষ্টি কমবে। বৃহস্পতিবার তার উপর সকাল থেকেই মেঘলা আকাশ। সবাই ভেবেছিল রাস্তায় বেরিয়ে আজও দুর্ভোগ। তবে পূর্বাভাস মিলল অক্ষরে অক্ষরে। সকালে বৃষ্টি নামল না। নির্বিঘ্নেই অফিস-কাছারি যেতে পারল শহরবাসী। তবে দুপুর হতেই হঠাৎ ঝেঁপে বৃষ্টি। প্রায় আধঘণ্টা কলকাতা ও শহরতলিকে কার্যত দিল ভাসিয়ে। কিন্তু তারপর বিকেলের দিকে তিনদিন পর আকাশে রোদের কণা। ভিজে জামাকাপড় রোদে দিলেন গৃহকর্ত্রী। বাচ্চারা ফুটবল খেলতে নামল। কাজের ফাঁকেও অফিসের জানলায় দাঁড়িয়ে একঝলক মেঘমুক্ত আকাশ দেখলেন কেরানি সাহেব। রাতে থালার মতো উঠল চাঁদ। হাঁফ ছাড়ল শহর। যদিও এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্ক করে জানিয়ে দিল, আজ, শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুনেই সদ্য শুকিয়ে তোলা ছাতা-বর্ষাতি ফের প্লাস্টিকে মুড়ে ব্যাগে ভরলেন অনেকে।

    এ সপ্তাহভর বৃষ্টির জেরে নাকানিচোবানি খেয়েছে মানুষ। বৃষ্টি মাথায় নিয়ে প্রবল যানজট পেরিয়ে যেতে হয়েছে স্কুল-অফিস। পড়ুয়াদের স্কুলে পাঠাতে কালঘাম ছুটেছে মা-বাবার। কিন্তু এদিন সকালে বৃষ্টির প্রকোপ ছিল না বলে অসুবিধা হয়নি। মৌমিতা চক্রবর্তী নামে হাতিবাগানের এক বাসিন্দা বলেন, ‘সকালে মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে এদিন তো গরম লাগছিল। কখন যে কী হচ্ছে, বোঝা দায়।’ আবার বেলা গড়াতেই আচমকা আকাশ কালো। ঝেঁপে বৃষ্টি। আবারও শহরতলির বেশ কিছু এলাকায় দাঁড়িয়ে গেল জল। সল্টলেকে একটি অফিসে কাজ করেন সুস্নাত রায়। বললেন, ‘দুপুরের দিকে যা বৃষ্টি হল আমাদের সোনারপুরে নির্ঘাৎ জল জমে যাবে। বাড়ি ফিরতে ফের নোংরা জলে পা দিতে হবে। এ এক মহা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ বলতে না বলতেই থামল বর্ষণ। সল্টলেকের আকাশে রোদের ঝলকানি। মোবাইল জানাল, সর্বত্রই পরিষ্কার হয়েছে আকাশ। মৌলালি চত্বরে বাসে যেতে যেতে সুচেতন মুখোপাধ্যায় রোদ দেখেই বলে উঠলেন, ‘অনেক দিন বাদে রোদের মুখ দেখা গেল। কি ভালোই না লাগছে। বৃষ্টি আর সত্যিই সহ্য হচ্ছে না।’ 

    তবে বিকেলের দিকে ঝিরঝির করে ফের সামান্য বৃষ্টিপাত। তবে রোদ উঠেছে বলে তা গা করেনি কলকাতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
  • Link to this news (বর্তমান)