• চিৎপুরের হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় ধৃতের জামিন নামঞ্জুর
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিৎপুরের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল চারজনকে। জেল হেফাজতে থাকা হোটেলের অন্যতম কর্তা আকাশ চাওলা বৃহস্পতিবার জামিনের আর্জি জানালে তা খারিজ করে দেয় বিচারভবন। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় মামলার কেস‑ডায়েরি ও দু’পক্ষের সওয়াল শুনে আবেদনটি বাতিল করে দেন।  

    বিচারভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু এদিন সওয়ালে বলেন, হোটেলে অগ্নিকাণ্ডের তদন্ত করতে গিয়ে পুলিস একগুচ্ছ গাফিলতির প্রমাণ পেয়েছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকা, পর্যাপ্ত জলের জোগানে ঘাটতি, হোটেলের পিছনের দরজা বন্ধ রাখা সহ একাধিক গাফিলতির হদিশ মেলেছে। যেকারণে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল। শুধু তাই নয়, হোটেলে সংস্কারের কাজ চলায় মিস্ত্রিরা সেখানেই থাকত এবং রান্না করে খাওয়া দাওয়া করত। রান্নার সেই আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে জানা গিয়েছে। সরকারি আইনজীবী বলেন, পুলিস একটি হোয়াটসঅ্যাপ চ্যাট পায়। যেখানে অভিযুক্ত হোটেল কর্তার নানা কথোপকথন পুলিস জানতে পারে। তাই এই ঘটনার বিষয়ে অভিযুক্ত তাঁর দায়িত্ব এড়াতে পারেন না। ধৃতের আইনজীবীরা আদালতে বলেন, এই মামলায় চার্জশিট হয়ে গিয়েছে। নতুন করে তদন্তের কিছু নেই। তাই যে কোনও শর্তে তিনি জামিন পেতেই পারেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই মামলায় একজনকে ‘ফেরার’ দেখিয়ে পুলিস চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। যে অভিযুক্তকে ফেরার দেখানো হয়েছে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জানা গিয়েছে, আগামী সপ্তাহে মামলাটি বিচারের জন্য যাবে ব্যাঙ্কশাল থেকে কলকাতার বিচারভবনে।
  • Link to this news (বর্তমান)