নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল নেতাজি নগর থানা। এদের মধ্যে একজন রূপান্তরকামী। সিনেমায় অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে ডেকে পাঠানো হয়। সে তার মায়ের সঙ্গে অভিযুক্তদের স্টুডিওতে যায়। অভিযোগ, ২০২২-২৪ দু’বছর ধরে তাকে স্টুডিওতে ডেকে পাঠানো হচ্ছিল। এই সময় তাকে যৌন নিগ্রহ করা হয়। নাবালিকা পরিবারকে জানালে চলতি মাসের ৮ তারিখ অভিযোগ করেন নেতাজিনগর থানায়।