• পাটুলিতে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, ধৃতের জামিনের আর্জি খারিজ
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলিতে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। সোনার অলঙ্কার সহ খোয়া গেল নগদ টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে অলোক হালদার নামে এক দুষ্কৃতীকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পাটুলি থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালকিন ও তাঁর ছেলে জুন মাসের শেষ সপ্তাহে কাজের সূত্রে অন্য রাজ্যে যান। সেই সময় বাড়ি খালি ছিল। জুলাই মাসের শুরুতে তাঁরা কলকাতায় ফিরে দেখেন, বাইরের গ্রিল কাটা, ঘরের ভিতর আলমারি ভাঙা। গোটা ঘর লণ্ডভণ্ড। আলমারিতে থাকা সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরি গিয়েছে। তাঁরা বুঝতে পারেন, দুষ্কৃতী ফাঁকা বাড়ি পেয়ে অনেকক্ষণ ধরে জিনিস হাতিয়েছে। এরপর তাঁরা পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেখান থেকেই চিহ্নিত করা হয় অভিযুক্তকে। বুধবার রাতে পাটুলি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে পুলিস জেনেছে, সে পাটুলি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখে নিত, কোন বাড়ি বা ফ্ল্যাট ফাঁকা রয়েছে। সেই সঙ্গে বাড়ির মালিক বা মালকিনের আর্থিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নিত। যাতে সেখানে হানা দিলে মোটা অঙ্কের টাকা ও গয়না হাতাতে পারে। এরপর অপারেশনের আগে বাড়িতে প্রবেশ ও বেরনোর রাস্তায় রেকি করত। চেষ্টা করত সিসি ক্যামেরা এড়িয়ে ভিতরে ঢুকতে, যাতে পুলিস সহজে তাকে চিহ্নিত করতে না পারে। পাটুলির ওই বাড়িতেও রেকি করে গিয়েছিল সে। তারপর চুরি করতে ঢুকেছিল। 

    পুলিসের অনুমান, সে একা নয়, চক্র গড়েই চুরি করত তারা। চুরির মাল বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। তা দিয়ে নেশার খরচ জোগাড় করত। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে লিগ্যাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, ধৃত চুরির ঘটনায় জড়িত, এমন কোনও প্রমাণ মেলেনি। সে ওই বাড়িতে ঢুকেছে, তার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে জামিন দেওয়া যেতেই পারে। সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার পরই তাকে ধরা হয়েছে। সওয়াল শেষে তাকে পুলিসি হেফাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)