নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের খুন ভাঙড়ে! দুষ্কৃতীদের একটি দল খুব কাছ থেকে গুলি করে খুন করল তৃণমূল নেতা রাজ্জাক খানকে। বৃহস্পতিবার রাত দশটার আশেপাশে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্টি অফিসে মিটিং সেরে বাড়ি ফেরার পথে বাইকে করে আসা একটি দুষ্কৃতী দল গুলি করে খুন করেছে চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের সভাপতিকে।
একটা সময় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন রাজ্জাক। যদিও বর্তমানে শওকত শিবিরে ভিড়েছিলেন তিনি। রাজ্জাক খুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি অভিযোগ করেন, ‘আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই গুলি করে খুন করেছে রাজ্জাককে।’ এদিকে, তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ভাঙড়ের ডিসি সৈকত ঘোষের নেতৃত্বে বিরাট পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। ফোনে ডিসি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।