অনলাইনে সম্পত্তি করের ব্যবস্থা দ্রুত চালু করতে তোড়জোড় চার পুরসভায়
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যের পুরসভা এলাকার বাসিন্দাদের অনলাইনে সম্পত্তি কর মেটানোর সুবিধা দিতে আগেই উদ্যোগী হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। বেশ কয়েক মাস হল, এই পরিষেবা চালু হলেও এখনও রাজ্যের ২৮টি পুরসভায় তা অধরা। এর জন্য যথেষ্ট উদ্বিগ্ন সরকার। এখনও যেসব পুরসভায় এই পরিষেবা চালু হয়নি, তার মধ্যে রয়েছে বারাসত, টাকি, গোবরডাঙা ও অশোকনগর কল্যাণগড় পুরসভা। পুরদপ্তরের তাগাদার পর এই পুরসভাগুলিতে দ্রুত এই পরিষেবা শুরু করার তোড়জোড় শুরু হয়েছে। চলতি সপ্তাহেই পরিষেবা চালুর চেষ্টা চলছে।
নাগরিক পরিষেবার মান উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। সম্পত্তি কর মেটানোর অনলাইন পদ্ধতি চালু হয়েছে সেই সূত্রেই। কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল ট্যাক্স অনলাইনের মাধ্যমে দেওয়া যাচ্ছে। এই অবস্থায় সম্পত্তি করও মানুষ যাতে বাড়িতে বসে জমা দিতে পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষের সুবিধার পাশাপাশি এর ফলে কর আদায়ের ব্যবস্থা অনেক স্বচ্ছ হবে বলে মনে করে রাজ্য। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু পুরসভায় এই পরিষেবা চালুই হয়নি। বিষয়টি নিয়ে গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ‘কিছু জটিলতার কারণে এই ব্যবস্থা চালু করা যায়নি। সোমবার আমাদের দুই আধিকারিককে আমরা দপ্তরে পাঠিয়েছি। কিছু কাগজপত্র তৈরি হয়ে গেলেই চালু হয়ে যাবে।’
টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের দাবি, দ্রুততার সঙ্গে এই পরিষেবা চালুর চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি মানুষ অনলাইনের সুবিধা পাবে। অশোকনগর ও বারাসত পুরসভার চেয়ারম্যানদের বক্তব্যও কমবেশি এক। দ্রুত এই ব্যবস্থা চালু করতে তারা সবরকম চেষ্টা চালাচ্ছেন বলে করা হবে। এ বিষয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, ‘অনলাইন ব্যবস্থা চালু হলে নেতাদের ঘুরপথে উপার্জন কমবে। সেই আশঙ্কাতেই পুরসভা এটি চালু করছে না।’