পুজোর আগেই ১৪টি ‘বাংলার শাড়ি’ বিপণন কেন্দ্র উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে আরও ১৪টি ‘বাংলার শাড়ি’ বিপণন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যজুড়ে এই কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ২১। আয়ত্তের মধ্যে সাধারণ মানুষ যাতে নানা ধরনের শাড়ি কিনতে পারে, তার জন্যই এই বিপণন কেন্দ্রগুলি চালু করছে রাজ্য সরকার। এই সমস্ত কেন্দ্রে বিক্রির জন্য শাড়ি বোনার কাজে যুক্ত রয়েছেন ৩২০০ তাঁতি। এই উদ্যোগের ফলে মাত্র দু’বছরেই ৩ লক্ষ ২০ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটিরশিল্পজাত পণ্যের এক অনবদ্য বিপণন ও সহায়তা কেন্দ্র। নাম দেওয়া হয়েছে ‘শিল্পান্ন’। এই কাজের দায়িত্বে ছিল হিডকো। বৃহস্পতিবার ৪৫টি দোকান সহ শীতাতপ নিয়ন্ত্রিত এই ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আলিপুরে নবনির্মিত বহুতল প্রশাসনিক ক্যাম্প অফিস ‘সুলগ্ন’ এবং মহিলা সংশোধনাগার প্রাঙ্গণে আবাসিকদের হস্তনির্মিত পণ্যের বিপণি ‘অভিন্ন’র উদ্বোধনও করেন তিনি। উপস্থতি ছিলেন ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে, হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এবং এমডি শশাঙ্ক শেঠি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সুলগ্ন’ ক্যাম্প অফিসে থাকবেন এসটিএফের চিফ, এসএসকেএমের প্রিন্সিপাল, সিকিউরিটির দায়িত্বে থাকা পদস্থ কর্তারা। মুখ্যসচিব এবং ডিজি আলিপুরেই থাকেন। এবার এই পদস্থ কর্তারাও আপদকালীন পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে নবান্নে যেতে পারবেন। এছাড়া, আলিপুর এলাকায় বগলা মায়ের একটি মন্দির তৈরি এবং মহিলা সংশোধনাগার প্রাঙ্গণে একটি বজরংবলীর মন্দির সংস্কার হবে বলে জানিয়েছেন তিনি।