যুক্ত হল বাড়তি চার কোচ, আজ থেকে হাওড়া-পাটনা বন্দে ভারত ২০ কামরার
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া-পাটনা বন্দে ভারত ট্রেনযাত্রীদের জন্য সুখবর। আজ শুক্রবার থেকে জনপ্রিয় সেমি হাইস্পিড ট্রেনটি এই রুটে ১৬ কোচের বদলে ২০ কামরায় বদলে যাবে। রেল সূত্রের খবর, হাওড়া-পাটনা বন্দে ভারত ট্রেনের টিকিটের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। যাত্রীস্বার্থে আরও বেশি মানুষকে প্রতিযাত্রায় এই বন্দে ভারত ট্রেনে (২২৩৪৭/২২৩৪৮) বাড়তি চারটি কামরা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর হাওড়া-পাটনা বন্দে ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছিল। তবে ২৬ সেপ্টেম্বর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই ট্রেন যাত্রী পরিষেবা চালু করেছিল। পরবর্তী পর্যায়ে যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাড়তি ২৫টি নয়া বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এই ট্রেনে। -ফাইল চিত্র