ফের উত্তেজনা ভাঙড়ে। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ-কে খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি স্পট ভিজিট করেন এবং ভাঙড় থানায় বৈঠক করেন। কমিশনার জানান, রাত সাড়ে ন’টা থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থল ভাঙড় থানার সীমানার খুব কাছে, তা উত্তর কাশীপুর থানার অন্তর্গত। তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার ভার্মা বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে আঘাতের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তদন্ত সবে শুরু হয়েছে এখন কিছু বলা মুশকিল।’
জানা গিয়েছে, বৃহস্পতিবার একাধিক রাজনৈতিক কর্মসূচি সেরে চালতাবেড়িয়ার বাড়ি ফিরছিলেন রাজ্জাক খাঁ। বাইক নিয়ে ফেরার পথে তাঁর উপর আচমকা হামলা চালানো হয়। প্রথমে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুলিতে ঝাঁঝরা রক্তাক্ত তৃণমূল নেতাকে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পৌঁছে যায় ডগ স্কোয়াড।
ঘটনার খবর পেয়ে তৃণমূলের ভাঙড় পর্যবেক্ষক ও বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে যান। তিনি এই খুনের ঘটনায় সরাসরি আইএসএফ (ISF)-এর দিকে অভিযোগের আঙুল তোলেন। যদিও ISF সেই অভিযোগ অস্বীকার করেছে। রাতেই দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।