• ২১ জুলাই সমাবেশ, প্রস্তুতি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে সুব্রত বক্সী
    এই সময় | ১১ জুলাই ২০২৫
  • এই সময়: তৃণমূলের ২১ জুলাই-র সভার প্রস্তুতি নিয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ধর্মতলায় মেট্রো চ্যানেলে পুলিশের আউটপোস্টে এই বৈঠক হয়।

    সুব্রত বক্সীর সঙ্গে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এবং দলের যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে ২১ জুলাই–এর সভায় মঞ্চ কেমন হবে, নিরাপত্তার বন্দোবস্ত, জেলা থেকে গাড়ি নিয়ে তৃণমূলের যে বিপুল কর্মী সমর্থকরা আসবেন সেই গাড়ি কোথায় রাখা হবে — এমন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।

    প্রতি বছর আনুষ্ঠানিক ভাবে খুঁটিপুজো করে ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়। কয়েক দিনের মধ্যেই সেই খুঁটিপুজো করে আনুষ্ঠানিক ভাবে মঞ্চ তৈরির কাজ শুরু হবে বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য।

    ট্র্যাডিশনালি ২১ জুলাই যে ধরনের মঞ্চ তৈরি হয় এ বারেও তেমনই মঞ্চ হতে চলেছে বলে দলীয় সূত্রের খবর। ২১ জুলাইর কয়েক দিন আগেই উত্তরবঙ্গ সহ দূরবর্তী জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা শহরে এসে যান।

    কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে বিধাননগর, নিউ টাউনে এঁদের রাত্রিবাস ও খাওয়ার বন্দোবস্ত করা হয়।

  • Link to this news (এই সময়)