ঘুষ কাণ্ড: মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
বর্তমান | ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বকেয়া বিল ছাড়তে ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ! মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির বিরুদ্ধে তদন্তের নির্দেশ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। মাল মহকুমা শাসক শুভম কুণ্ডালকে তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পুষ্পক রায়। দিন কয়েক আগে শিবরতন আগরওয়াল নামে শিলিগুড়ির এক ঠিকাদার মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেন।যদিও অভিযোগ অস্বীকার করেছেন মাল পুরসভার চেয়ারম্যান। আজ, শুক্রবার তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। আমিও চাই, ঘটনার উপযুক্ত তদন্ত করুক প্রশাসন। ঠিকাদারের দাবি, ২০১৭ সালে তিনি মালবাজার শহরে হাইমাস্ট ল্যাম্প লাগানোর জন্য পুরসভাকে যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিলেন। সামগ্রী বাবদ মোট বিল হয় ৫০ লক্ষ ৭৫ হাজার টাকা। এর মধ্যে ৪৫ লক্ষ টাকা পেয়েছেন তিনি। ফলে এখনও বকেয়া ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। ওই টাকার জন্য তিনি বহুবার পুরসভার দ্বারস্থ হয়েছেন। কিন্তু আজও পেমেন্ট পাননি।শিবরতনের দাবি, বিল ছাড়তে চেয়ারম্যান ও পুরসভার ফিনান্স অফিসার তাঁর কাছে ঘুষ চেয়েছেন। যদিও ওই ঠিকাদারের তোলা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির। তিনি বলেন, ‘ওই ঠিকাদারের কাগজপত্র ঠিক নেই। সেটা ধরা পড়ে যাওয়ায় এখন মিথ্যে অভিযোগ করছেন।’