• রানিগঞ্জে রেললাইন থেকে মাত্র ২০০ মিটার দূরে বিশাল এলাকা জুড়ে ধস! চাঞ্চল্য
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: কয়লা খনির মুখের চারপাশের অংশ ধসে গিয়ে বিপত্তি। আতঙ্কিত এলাকাবাসী। আজ, শুক্রবার সকাল থেকেই জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার একটি কোলিয়ারি বন্ধ রয়েছে। তার পাশেই থাকা অপর একটি সিল করা কয়লা খনির মুখের আশেপাশের বিস্তীর্ণ অংশ ধসে গিয়েছে। এদিন সকাল পাঁচটা থেকেই লাগাতার সশব্দে প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীরে ধসে গিয়েছে সেটি। এই মুহূর্তে ওই অংশে লাগাতার ধস নামছে। বিকট শব্দ হচ্ছে গোটা এলাকায়।উল্লেখ্য, ওই এলাকা থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে দিল্লি-হাওড়া মেইন লাইন। যেটি দিয়ে সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আবার তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাদকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল। এই অংশে রয়েছে ৫০টিরও বেশি পরিবারের বাস। দীর্ঘদিন ধরেই তাঁরা এই অংশে বসবাস করে আসছেন। আচমকাই এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত কয়লা খনি গুলিকে বালি দিয়ে ভালোভাবে ভরাট করেনি। তাই বারবার ধস নামছে। এমনকী কয়লা খনিগুলির মুখও ভালোভাবে বন্ধ করা হয়নি বলে দাবি এলাকাবাসীদের। এদিকে সকাল থেকে ধসের ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত ওই অংশটিকে ঘিরে দেওয়ার জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সংলগ্ন অংশে থাকা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করছে ধীর গতিতে।
  • Link to this news (বর্তমান)