• দিল্লিতে আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থান জানাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
    বর্তমান | ১১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে কাজ করতে গিয়ে আটক পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থান কী? কেন্দ্রের কাছে সেই বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অভিযোগ রয়েছে, ওই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্যসচিব, দিল্লির মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় করে একটি রিপোর্ট আদালতে জমা দেবেন। আজ, মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।শুনানি চলাকালীন রাজ্যের তরফে বলা হয়, আমরা দিল্লির সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। কিন্তু ওরা কোনও উত্তর দেয়নি। গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত ওই পরিযায়ী শ্রমিকদের ট্রেস করা যাচ্ছিল। তখন ওরা ভারতেই ছিল। আজ, শুক্রবার জানা গিয়েছে তারা বাংলাদেশে। এই বিষয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে একটি রিপোর্ট দেয় রাজ্য। আদালত জানায়,  মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সন্তুষ্ট। রুল জারি করা হবে কি না সেটা জানতে আরও কিছু তথ্য লাগবে। কেন্দ্রের আইনজীবীকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। পরিযায়ী শ্রমিকের দুই পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তার প্রেক্ষিতেই শুনানি শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)