শেয়ার বাজারে ৯৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে শুক্রবার সকালে মুকুন্দপুর এলাকায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে যাঁর খোঁজে তদন্তকারীরা হানা দিয়েছিলেন তাঁকে ধরা সম্ভব হয়নি। যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগ, ফোনে লোভনীয় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করা হত। সম্প্রতি দিল্লির এক দম্পতি কলকাতার এক সংস্থা ও তার কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মুকুন্দপুরে হানা দেয় ইডি।
দিল্লির ওই দম্পতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র কাছে লিখিতভাবে জানান, কলকাতার সংস্থা বিআরএইচ ওয়েলথ ক্রিয়েটরের কর্মীরা তাঁদের একাধিকবার ফোন করে মোটা অঙ্কের লাভের আশ্বাস দিয়ে নির্দিষ্ট কয়েকটি শেয়ার কিনতে জোর করেন। এভাবে তাঁদের মোট ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে তাঁরা বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, একই পদ্ধতিতে প্রায় ৯৩ কোটি টাকা প্রতারণা করেছে ওই সংস্থা।
সংস্থার মূল কর্ণধার মুরুগেশ দেবসারিয়াকে গুজরাতের বরোদা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ২০০৪ সালে কোম্পানিটি রেজিস্টার করা হয়েছিল। অফিস ছিল কলকাতার তপসিয়া এলাকায়। মূলত, ফোন নম্বর জোগাড় করে ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিশানা করাই ছিল এই সংস্থার মূল লক্ষ্য। একটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে পুরো প্রতারণার প্রক্রিয়াটি চলত। এই ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত ছিলেন অ্যান্থনি। তিনি আর্থিক লেনদেন এবং বিনিয়োগের মুখ হিসেবে কাজ করতেন। তাঁর খোঁজেই কলকাতার মুকুন্দপুরের ফ্ল্যাটে এ দিন অভিযান চালায় ইডি। তবে তাঁকে ধরতে পারেননি তদন্তকারীরা। তবে ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে।