• বিষ্ণুপুরে আদিবাসী যুবতীকে ধর্ষণ! অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৫
  • অসিত রজক, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে আদিবাসী এলাকার যুবতীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ, মাঠে ধান বুনতে গিয়ে ধর্ষণের শিকার হন যুবতী। বৃহস্পতিবার রাতে অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

    মঙ্গলবার দুপুর নাগাদ নির্যাতিতা মাঠে কাজ করতে যান। সঙ্গে ছিলেন এলাকার দুই মহিলা। মাঠে এক মহিলার সঙ্গে নির্যাতিতার বচসা হয়। যুবতীর বউদির অভিযোগ, সেই সময় ওই মহিলা ফোনে কারও সঙ্গে কথা বলেন। পরে সেখান থেকে চলে যান দু’জন। অভিযোগ, সেই সময় মুখে কাপড় বেঁধে তিন যুবক হাজির হয় ঘটনাস্থলে। অভিযোগ তাঁদের একজন যুবতীকে ধর্ষণ করে। বাকি দুইজন দাঁড়িয়ে ছিল।

    পাশবিক অত্যাচারের পর নির্যাতিতাকে ওখানেই ফেলে চলে যায় অভিযুক্তরা। কোনওমতে বাড়িতে ফেরেন নির্যাতিতা। প্রথমে বাড়িতে তিনি কিছু জানাননি। বুধবার অসুস্থ হয়ে পড়েন। বারবার জিজ্ঞাসা করা হলে নির্যাতিতা গোটা বিষয়টি তাঁর বউদিকে জানান। বৃহস্পতিবার বাড়িতেই অচৈতন্য হয়ে পড়েন। তাঁর হৃদরোগ রয়েছে বলে জানিয়েছে পরিবার। তাঁকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই বৃহস্পতিবার বিষ্ণপুর থানায় ননদকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানান বউদি। অজ্ঞাতপরিচিত যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    নির্যাতিতার বউদির কথায়, “রাতে ঘুমায়নি ও। শুধু বলছিল আমাকে বিষ দাও। আমি আর এই সমাজে মুখ দেখাতে পারব না। পরের দিন আমি ননদকে চেপে ধরি। তখন ও সম্পূর্ণ ঘটনাটি জানায়। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে সেটা ও বলতে পারেনি। কারণ ওই দুষ্কৃতীদের মুখ বাঁধা ছিল। আমার ননদের হৃদরোগ রয়েছে। পরের দিন বুধবার তার অবস্থার বেশ অবনতি হয়। বৃহস্পতিবার সকালে বাড়িতেই অচৈতন্য হয়ে পড়ে। তখন আমরা ওঁকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করি।” কিন্তু মঙ্গলবার ঘটনা ঘটলেও বৃহস্পতিবার অভিযোগ কেন? নির্যাতিতার বউদি জানান, “ও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসি। এইসবের মধ্যে একটা দিন কেটে যায়। আজ বৃহস্পতিবার আমরা বিষ্ণুপুর থানায় ধর্ষণের অভিযোগ জানিয়েছি।”

    বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, “বৃহস্পতিবার রাতে ওই যুবতীর পরিবারের লোকেরা ধর্ষণের একটি অভিযোগ দায়ের করেছেন। বিষ্ণুপুর হাসপাতালে ওই যুবতীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই এক যুবককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম। ওই যুবকের কথায় অসঙ্গতি মেলায় আমরা তাকে রাতেই গ্রেপ্তার করেছি।” পুলিশ জানিয়েছে, ধৃতকে শুক্রবার বিষ্ণুপুর আদালতে পেশ করা হবে। এবং পুলিশ হেফাজতের আবেদন নেওয়া হবে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (প্রতিদিন)