সুব্রত বিশ্বাস: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন। বনগাঁ শাখায় চলবে ট্রেনটি। চলতি সপ্তাহেই ট্রেনটি পাওয়া যাবে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, বারাসত বা বনগাঁ পর্যন্ত চলবে সেটি। আগেই একটি এসি লোকালের রেক এসে কারসেডে রয়েছে। সেটি রানাঘাট-শিয়ালদহ রুটে চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কলকাতা-মালদহ রুটে একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন কবে থেকে যাত্রা শুরু করবে লোকাল দু’টি?
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন দু’টি সম্ভবত আগামী ১৮ জুলাই পথচলা শুরু করতে পারে। ১৮ জুলাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা কর্মসূচী হতে পারে। সেদিনই দুটি রুটে এসি লোকাল ও ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হবে।
জানা গিয়েছে, এসি লোকাল দু’টি গ্যালপিংভাবে চলবে। এদিকে অনেক আগেই কারসেডে এসে পড়ে রয়েছে একটি এসি লোকাল। প্রশ্ন সেটি পড়ে থাকার পরও কেন চালানো যাচ্ছে না ট্রেনটি? রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। ফলে প্রধানমন্ত্রীর হাত ধরেই এই ট্রেন দুটির সূচনা হতে পারে।
শুধু এসি লোকাল নয়। ওই একই দিন বাংলার আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। কলকাতা-মালদহ পর্যন্ত চলবে ট্রেনটি। জানা গিয়েছে, শনি ও রবিবার সপ্তাহে দু’দিন চলবে ট্রেনটি। কলকাতা-রানাঘাট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ হয়ে মালদহে যাবে এই ট্রেন।
তবে এসি লোকাল বা নতুন ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন ট্রেনগুলির সময়সূচি এখনও জানা যায়নি। ভাড়া কত হবে সে নিয়েও সরকারিভাবে কিছু বলা হয়নি। এসি লোকালের ক্ষেত্রে ভাড়ার আভাস দেওয়া হলেও ইন্টারসিটি নিয়ে কিছুই জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি তা প্রকাশ করা হবে বলে খবর রেল সূত্রে।