• হাল ফিরবে বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত রাস্তার, সংস্কারে কত টাকা বরাদ্দ হল?
    হিন্দুস্তান টাইমস | ১১ জুলাই ২০২৫
  • অবশেষে পুজোর মুখে খুশির খবর। এবার যশোর রোড সংস্কারের উদ্যোগ। প্রায় ৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্প রূপায়নের জন্য। বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে খবর।

    ৩৫ নম্বর জাতীয় সড়ক। বারাসতের ডাকবাংলো মোড় থেকে পেট্রাপোল সীমান্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। মূলত আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হল এটা। এবার রাজ্যের পূর্ত দফতরের ন্যাশানাল হাইওয়ে বিভাগ এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর।

    বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। কিন্তু বহু জায়গায় ভেঙে গিয়েছে এই রাস্তা। কয়েক বছর আগে এই রাস্তার কিছুটা অংশে সংস্কার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ফের ভেঙে যেতে শুরু করে এই রাস্তা। বর্তমানে এই রাস্তার একাধিক জায়গা কার্যত বেহাল হয়ে গিয়েছে। মূলত বারাসত ও দত্তপুকুর এলাকায় এই রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। মূলত রাতের অন্ধকারে এই রাস্তা একেবারে মরণফাঁদ হয়ে যায়।

    এই রাস্তা দিয়েই যাতায়াত করে প্রচুর পণ্যবাহী গাড়ি। রাস্তার কিছুটা অংশ বেহাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই।

    সব মিলিয়ে এই রাস্তা সংস্কারের জন্য ৪৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৫১৪ টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এককথায় এই রাস্তা সংস্কার হলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ।

    মূলত জল জমার কারণেই বহু জায়গায় পিচের আস্তরন উঠে গিয়েছে। তবে এবার এই রাস্তা সংস্কারের খবরে আশার আলো দেখছেন অনেকেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)