• জেলায় জেলায় শপিং মল, এক টাকায় জমি! দুটো ফ্লোর পাবেন কারা? শর্ত বাঁধলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ১১ জুলাই ২০২৫
  • জেলায় জেলায় শপিং মল। উদ্যোগী রাজ্য সরকার। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সেই শপিং মলে মাত্র ১ টাকায় দেওয়া হবে জমি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।

    ইদানিং জেলায় জেলায় বেসরকারি উদ্যোগে একাধিক শপিং মল তৈরি হচ্ছে। মূলত জেলা শহরগুলিতেই এই ধরনের শপিং মল তৈরি হচ্ছে। তবে এবার একেবারে সরকারি উদ্যোগে তৈরি হবে শপিং মল। তবে এখানে নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পান্ন'র উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি জেলায় জেলায় শপিং মলের কথা উল্লেখ করেন।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যত বড় শপিং মল তৈরি হোক না কেন দুটি ফ্লোর রাজ্য সরকারের জন্য রাখতে হবে।। তিনি বলেন, ‘যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত, দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস যা খুশি করুন। শপিং মল আপনারা ছ তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটি ফ্লোর আমার চাই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য।’ জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    মূলত দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে মাত্র ১ টাকায় মিলবে জমি। আবার বহু স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাদের মূল সমস্যা হল তাঁদের উৎপাদিত জিনিসপত্র বিপননের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। মূলত এই সমস্যার কারণে বহু স্বনির্ভর গোষ্ঠী পিছিয়ে পড়ে। তবে এবার রাজ্য সরকারের তৈরি করা এই শপিং মলগুলিতে অন্তত বিপননের একটি ঠিকানা পাবে এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি। এটা নিঃসন্দেহে বিরাট সুবিধা দেবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।

    সেই সঙ্গেই এখানে বিক্রিবাটা ভালো হলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কারণ জেলাগুলিতে বেসরকারি সংস্থার উদ্যোগে যে শপিং মল রয়েছে সেখানে স্টল দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি স্বনির্ভর গোষ্ঠীগুলির থাকে না। সেকারণে এবার কিছুটা হলেও আশার আলো দেখতে পাবেন তাঁরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)