• ২১ জুলাইয়ের ঠিক আগেই বঙ্গ সফরে মোদী, কোথায় হবে জনসভা?
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১জুলাইয়ের ঠিক তিনদিন আগে ১৮ জুলাই, দমদম বা দুর্গাপুরে সভা করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যে সভাস্থল চূড়ান্ত করার কাজও শুরু করে দিয়েছে বিজেপি। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

    রাজ্য বিজেপি সূত্রে খবর, দুর্গাপুরেই সভা করতে পারেন মোদী। বিহারের নির্বাচনী প্রচার সেরে দুপুর ১টা নাগাদ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নেহরু স্টেডিয়ামে আসতে পারেন তিনি। এ দিন স্টেডিয়াম পরিদর্শন করে এমনটাই জানলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ইন্ডিয়ান অয়েল এবং গেইলের আধিকারিকরা।

    আপাতত ঠিক হয়েছে, বিহারে সভার পরে বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে অ্যালয় স্টিল প্ল্যান্টের স্টেডিয়ামে যাবেন। তার পরে গাড়িতে পৌঁছবেন ২০০ মিটার দূরের নেহরু স্টেডিয়ামে। তাঁর জন্যে বিকল্প একটি রুটেরও ব্যবস্থা রাখা হচ্ছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়েও এই স্টেডিয়ামে সভা করেছিলেন মোদী।

    বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। মে মাসের শেষে আলিপুরদুয়ারের সভা করেছিলেন মোদী। সেখান থেকে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলকে। তাঁর ভাষণে উঠে এসেছিল মেদিনীপুর এবং মুর্শিদাবাদের অশান্তির কথা। এ বার তিনি ফের আসছেন বঙ্গ সফরে।

    মোদীর সভা ঘিরে রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে। ২১ জুলাই শহীদ দিবসে ধর্মতলায় সভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের তাবড় নেতৃত্ব। তার ঠিক আগেই রাজ্যে সভা করতে আসছেন মোদী। সেই সভা থেকে প্রধানমন্ত্রী কী বলেন, সেটাই এখন দেখার।

  • Link to this news (এই সময়)