টানা দুর্যোগের ঘনঘটা থেকে বেঁচে গিয়েছে রাজ্যের আট জেলা! প্রবল বর্ষণ দূর, পর্যাপ্ত বৃষ্টিই হয়নি, কারণ জানলে অবাক হবেন...
আজকাল | ১২ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের কারণে গত কয়েকদিনে প্রবল দুর্যোগ জেলায় জেলায়। একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা হয়েছিল রাজ্যের একাধিক জায়গায়। শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে লাগাতার বৃষ্টিতে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশের মুখ ভার ছিল। তবে শুক্রবার পরিস্থিতি বদলেছে। নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খন্ডের দিকে সরে যাওয়ায় মেঘ সরে আকাশ কিছুটা পরিষ্কার শুক্রবার। এর মাঝেই গত ১ জুল থেকে ১১ জুলাই পর্যন্ত, রাজ্যে কত বৃষ্টি হয়েছে, তার হিসেব দিয়েছে হাওয়া অফিস। আর তাতেই উঠে এসেছে এক তথ্যও, জানা গিয়েছে নিম্নচাপের কারণে ঘটে যাওয়া প্রবল দুর্যোগের সময়েও রাজ্যের আট জেলায় প্রবল বর্ষণ দূর, পর্যাপ্ত বৃষ্টি হয়নি আট জেলায়।
১ জুলাই থেকে ১০ জুলাই, রাজ্যের কোথায় কতটা বৃষ্টি হয়েছে, তার হিসেব দিয়েছে আলিপু আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে জুন এবং জুলাইয়ের প্রথম এগারো দিনে রাজ্যের এই আট জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি। সেই আট জেলা হল- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপমালদহ, পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন: ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নাম? বিধানসভা নির্বাচনের আগে নয়া নির্দেশিকা প্রকাশ কমিশনের, কীভাবে তালিকায় জুড়বেন নাম?
অতিরিক্ত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে। প্রয়োজনের চেয়ে ৬০ শতাংশ বা তার বেশি বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে। প্রয়োজনের চেয়ে ২০ থেকে ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে চার জেলায়-ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান। আট জেলায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে গত এগারো দিনে। তালিকায় বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, বীরভূম, হুগলি।
তবে, নিম্নচাপ অঞ্চল সরে যাওয়ার কারণে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তেমনটাই জানিয়েছে মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে । এর ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমল। তবে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার ১১ জুলাই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১২ জুলাই শনিবার কোনও জেলায় সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আগামী সপ্তাহে ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্য মৎস্যজীবীদের সাগরে যাওয়ার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ ১৪ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আবার বাড়বে। তেমন সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস।
১৫ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।