প্রচুর লোকাল ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, রইল তালিকা
আজ তক | ১২ জুলাই ২০২৫
ফের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এবার হাওড়া ডিভিশনে বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে রেলের কাজের কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা।
কবে ট্রেন বাতিল?
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার বাতিল করা হচ্ছে কয়েকটি লোকাল ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল
* হাওড়া থেকে বাতিল থাকছে এই ৩টি ট্রেন, 36811, 37811, 37211
* ব্যান্ডেল থেকে বাতিল থাকছে 37781, 37783, 37785 এই ট্রেনগুলি
* বর্ধমান থেকে বাতিল থাকছে 37782, 37786, 36822, 37824, 37826 এই ট্রেন গুলি
অন্য দিকে, দেশের অন্যান্য শহরের মতো এবার এ রাজ্যেও চলবে এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের রানাঘাট স্টেশনে AC Local Train-এর রেক আনা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চলবে এই এসি লোকাল ট্রেন। রেল জানিয়েছে, এসি লোকাল ট্রেনে উঠলেই বেসিক ভাড়া লাগবে ২৯ টাকা। ১০ কিমি পর্যন্ত দূরত্বে এসি লোকাল ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া- ৩৭ টাকা। ১০ কিমি দূরত্বের জন্য মান্থলি সিজন টিকিটের দাম- ৫৯০ টাকা। ১১ থেকে ১৫ কিমি দূরত্বের মধ্যে এই ভাড়া- ৭৮০ টাকা। শীঘ্রই এসি লোকাল চালু হবে।