সস্তায় কিনে বেশি দামে বিক্রির ছক! জলপাইগুড়িতে উদ্ধার বস্তা ভর্তি আইফোন
বর্তমান | ১২ জুলাই ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে আইফোন! খোদ এরাজ্যের জলপাইগুড়িতে এই কাণ্ড ঘটেছে। তবে আদতে ফোনগুলি নিয়ে আসা হচ্ছিল ভুটান থেকে। ভুটান থেকে সস্তায় কিনে এনে এরাজ্যে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীর। আর তাই বস্তায় করে আনা হচ্ছিল আইফোন!পুলিস সূত্রে খবর, সীমান্ত শহর জয়গাঁর সুপার মার্কেট থেকে বস্তাবন্দি ১০টি আইফোন উদ্ধার করা হয়েছে। পুলিসের দাবি, ভুটান থেকে সস্তায় কিনে জয়গাঁয় বেশি দামে বিক্রির মতলবে এক যুবক বস্তায় ভরে আইফোনগুলি এনেছিল। পুলিস দেখেই ওই যুবক ভুটানের গেট দিয়ে পালিয়ে যায়।পুলিসের তরফে দাবি করা হচ্ছে, ভুটানে আইফোন সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়। সেখান থেকে এই দামে কিনে জিএসটি ফাঁকি দিয়ে জয়গাঁ ও আশেপাশের এলাকায় দেড় লাখে আইফোন বিক্রি করে দুষ্কৃতীরা। উদ্ধার হওয়া ফোনগুলিও আদপে তেমনই মোবাইল।