সংবাদদাতা বেলদা: দোকানে ঢুকে বন্দুক হাতে ভয় দেখিয়ে জিনিস নেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করল দাঁতন থানার পুলিস। ৩ জনই নাবালক। তাঁদের বাড়ি দাঁতন ২ ব্লক এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাঁতন ২ ব্লকের রসুলপুর এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, শুক্রবার রসুলপুর এলাকায় একটি দোকানে ঢুকে দেশলাই নেওয়ার পর দুই নাবালক টাকা না দিয়ে দোকানিকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। পরে এলাকার লোকজন নাবালকদের ধরে পুলিসের হাতে তুলে দেন। পুলিস জানিয়েছে, তাঁদের কাছ থেকে পাখি মারা একটি বন্দুক পাওয়া গিয়েছে। এরপর দু’জনকে জিজ্ঞাসাবাদ করে অপর এক নাবালককেও আটক করা হয়েছে।