চিকিৎসককে দিয়ে ভুয়ো অ্যাপে ৩৬ লক্ষ টাকা বিনিয়োগ! প্রযোজকের পরে ধৃত এক ব্যাঙ্ককর্মী
আনন্দবাজার | ১১ জুলাই ২০২৫
আর্থিক বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ। সেই ফাঁদে পা দিয়ে দু’মাস ধরে ৩৬ লক্ষ টাকা দিয়েছিলেন বারাসতের এক চিকিৎসক। এই ঘটনায় এ বার এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেফতার করল সিআইডি। এর আগে এই মামলায় এক প্রযোজককে গ্রেফতার করা হয়েছিল।
গত ২০ জানুয়ারি বারাসত সাইবার থানায় অভিযোগ করেছিলেন রাজকুমার ভট্টাচার্য। তিনি জানান, দু’মাসে তাঁর থেকে ৩৬ লক্ষ টাকা আদায় করা হয়। ফেসবুকে একটি প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ফাঁদে ফেলেন অভিযুক্তেরা। জানান, বিনিয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁকে। এর পরে তাঁকে ভুয়ো অ্যাপে বিনিয়োগ করানো হয় বলে অভিযোগ। এর পরেই তিনি দু’মাস ধরে ওই টাকা দেন। চিকিৎসকের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বারাসত পুলিশ। ৭ মার্চ দেবাশিস রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলাটি হাতে নেয় সিআইডি। ২৫ জুন প্রসেনিজিৎ রঞ্জন নাথ নামে এক প্রযোজককে গ্রেফতার করা হয়। অভিযোগ, এই প্রসেনজিতের তৈরি এক সংস্থার অ্যাকাউন্টে চিকিৎসকের থেকে হাতানো ১৮ লক্ষ টাকা ঢুকেছিল। বৃহস্পতিবার এই ঘটনায় বেসরকারি ব্যাঙ্কের কর্মী অমিত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। অমিত বেহালার বাসিন্দা। তাঁকে শুক্রবার আদালতে হাজির করানো হয়েছে। বিচারক তাঁকে ১৩ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।