• জাল সই, ভুয়ো নিয়োগপত্র! বন দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণাচক্রের ‘কিংপিন’ গ্রেফতার
    আনন্দবাজার | ১১ জুলাই ২০২৫
  • বন দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা! অভিযোগ পেয়ে তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃতকে এই প্রতারণাচক্রের ‘কিংপিন’ বলে দাবি তদন্তকারীদের।

    পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে বন দফতরের আধিকারিক শুভঙ্কর বাগচী বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তিনি বলরাম দাস নামে এক ব্যক্তির নিয়োগপত্র পেয়েছিলেন। কিন্তু যাচাই করে জানতে পারেন সেই নিয়োগপত্র ভুয়ো। এমনকি সেই নিয়োগপত্রে যে বন দফতর আধিকারিকের সই রয়েছে, সেটাও জাল করা হয়েছে।

    সেই অভিযোগের তদন্তভার পড়ে বিধাননগর উত্তর থানার সাব ইন্সপেক্টর প্রবীণকুমার ঠাকুরের কাঁধে। তদন্তে উঠে আসে প্রতারণাজালের হদিস। সেই সূত্র ধরে শুক্রবার সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মালদহের বাসিন্দা। ধৃতের মোবাইল এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    কী ভাবে এই প্রতারণাচক্র চালাতেন সুকুমার, তা খতিয়ে দেখছে পুলিশ। শুধু তা-ই নয়, কত জন এই প্রতারণাজালে শিকার হয়েছেন তারও সন্ধান করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই চক্রে কত টাকার লেনদেন হয়েছে, এখনও পর্যন্ত তার স্পষ্ট কোনও ধারণা মেলেনি। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে আদালতে।
  • Link to this news (আনন্দবাজার)