টেটে ভুল প্রশ্ন মামলায় ফের নতুন কমিটি গঠন হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ১২ জুলাই ২০২৫
প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষার (টেট) ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগের মামলায় ফের নতুন কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। নতুন কমিটিতে থাকছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন করে বিশেষজ্ঞ। এর আগে এই মামলাতে একটি কমিটি গড়ে দিয়েছিল হাইকোর্ট। সেই কমিটিতে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা। তবে কয়েকটি প্রশ্ন নিয়ে তাঁদের মধ্যে মতভেদ তৈরি হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এই কারণেই ফের নতুন কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৭ এবং ২০২২ সালের টেটের প্রশ্নপত্রে ৪৭টি প্রশ্নে ভুল আছে বলে অভিযোগ উঠেছিল। সেই মামলার শুনানিতে গত বছরের আগস্ট মাসে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তৎকালীন ডিভিশন বেঞ্চ একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। কমিটির দায়িত্ব ছিল, যে প্রশ্নগুলি নিয়ে অভিযোগ উঠেছে সেগুলি যাচাই করে দেখা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। সেই কারণে শুক্রবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়। নতুন কমিটিতে থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এক জন করে বিশেষজ্ঞ।
হাইকোর্ট জানিয়ে দিয়েছে, নতুন গঠিত কমিটি ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখবে। কমিটিকে জানাতে হবে, কতগুলি ভুল প্রশ্ন ছিল এবং সেগুলির সঠিক উত্তর কী হবে। এর আগে টেটের ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি ২০১৭ সালের প্রশ্ন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি ২০২২ সালের প্রশ্ন খতিয়ে দেখবে। এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা নিজেরাই বিষয়টি যাচাই করে নিতে সক্ষম বলে দাবি করেছিল। পাশাপাশি বলা হয়েছিল, একটি পরীক্ষা সংগঠিত করতে সময় ও পরিশ্রম ব্যয় হয়। যাঁরা পরীক্ষায় সফল হতে পারেন না তাঁরাই কোনও না কোনও বিষয় নিয়ে অভিযোগ তুলে মামলা করেন। সেই মামলাতে কমিটি গঠন করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। কমিটিতে পর্ষদের সদস্যকেও রাখা হয়।