• দুষ্কৃতীদের সঙ্গে লড়াই বিএসএফের! স্বরূপনগরের সীমান্তে চোরাচালান রুখলেন জওয়ানরা
    প্রতিদিন | ১২ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: রাতের অন্ধকারে চোরাচালানের চেষ্টা করছিল বাংলাদেশি পাচারকারীরা। বিএসএফ জওয়ানদের সঙ্গে কার্যত পাচারকারীদের লড়াই হল। গুলি ছুড়ে বিএসএফ জওয়ানরা সেই চোরাচালান রুখে দিলেন। যদিও পাচারকারীদের আক্রমণে জখম হয়েছেন এক জওয়ান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিহাটের স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে। প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে খবর।

    ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকার সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই চোরাচালানের অভিযোগ ওঠে। উত্তরবঙ্গের কোচবিহারের সীমান্তে অতীতে পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার সেই ঘটনা ঘটল বসিরহাটের স্বরূপনগরের সীমান্তে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বর্ডার আউটপোস্ট তারালি ১-এ মোতায়েন ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। সেসময় বাংলাদেশের দিক থেকে কয়েকজন সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে। কিছু পাচারের চেষ্টা চলছিল। সেই ঘটনা দেখে জওয়ানরা রুখে দাঁড়ান।

    অভিযোগ, সেসময় জওয়ানদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এক জওয়ান জখম হন। আত্মরক্ষার স্বার্থে গুলি চালান জওয়ানরা। ফলে পিছু হটে দুষ্কৃতীরা। এরপর তাড়া করে দুই পাচারকারী দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন জওয়ানরা। সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল ১০ কেজি গাঁজা ও ১০০ বোতল নিষিদ্ধ কফসিরাফ। এছাড়াও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। জখম জওয়ানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ধৃত দুই পাচারকারী এদেশের বাসিন্দা নাকি বাংলাদেশের? সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে কড়া নজরদারি চলে, আরও নজরদারি বাড়ানো হবে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)