• খোদ কলকাতায় সিভিক ভলান্টিয়ারের ‘দাদাগিরি’, দোকানের কর্মীদের মারধরের অভিযোগ
    এই সময় | ১২ জুলাই ২০২৫
  • ফের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ‘দাদাগিরি’-র অভিযোগ। এ বার খোদ কলকাতায়। নাকতলার একটি মুদিখানার দোকানে ঢুকে কর্মীদের আটকে রাখা, ভয় দেখানো এবং মারধরের অভিযোগ উঠেছে বিজয় দাস নামে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নেতাজি নগর এলাকার ঘটনা। শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত বিজয় কলকাতা পুলিশের সাউথ সাব-আরবান ডিভিশনের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে।  

    রাতে ফাঁকাই ছিল মুদির দোকান। অভিযোগ, সেই সময়ে সেখানে ঢোকেন বিশ্বজিৎ হালদার, বিজয় দাস, রোহিত হালদার, জয় দাস এবং অভিজিৎ দাস। প্রথমে তাঁরা কর্মীদের ভয় দেখান বলে অভিযোগ। তার পরে দোকানের মধ্যে আটকে মারধর করতে শুরু করেন। ওই দোকানের কর্মীদের অভিযোগ এমনই। এ দিন ৫ জনের বিরুদ্ধে নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দোকানের কর্মীরা।  

    সম্প্রতি কসবা থানা এলাকাতেও নীরজ সিং নামে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, নেশাগ্রস্ত অবস্থায় কনস্টেবলের উর্দি চুরি করে তিনি পথচারীদের কাছ থেকে তোলা আদায় করছিলেন বলে অভিযোগ। নীরজ প্রগতি ময়দান থানায় কর্মরত ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    শুধু শহর নয়, গ্রামেও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দাদাগিরির অভিযোগ উঠেছে। তমলুকে চিপসের প্যাকেটের জন্যে এক কিশোরের পিছু ধাওয়া করেছিলেন এক সিভিক ভলান্টিয়ার। চোর অপবাদও দেওয়া হয়েছিল তাকে। পরে ওই কিশোর আত্মহত্যা করে বলে অভিযোগ। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারও করা হয়। এর মধ্যেই ফের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মারধর এবং ভয় দেখানোর অভিযোগ উঠল।  

  • Link to this news (এই সময়)