• গরফায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফার শহিদনগরে শুক্রবার বিকেলে দরজা ভেঙে পুলিস এক যুবকের পচাগলা, ঝুলন্ত দেহ উদ্ধার করল। মৃতের নাম বিকাশ দত্ত (৩৪)। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিস জানিয়েছে, যুবকটি বিছানার চাদরের সাহায্যে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে বিকাশ দত্তের এই শহিদনগরের বাড়িতেই মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর বান্ধবী মধুরিমা রায়ের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল না বিকাশকে। এদিন কটু গন্ধ বের হতে বাসিন্দারাই পুলিসকে খবর দেন।
  • Link to this news (বর্তমান)