• বিএসএফ ইনসপেক্টর পরিচয়ে প্রতারণা, ধৃত কেরলের যুবক
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজেকে বিএসএফের ইনসপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার পুলিসের হাতে গ্রেপ্তার হন জেসু দাসন পি (৪৩) নামে কেরলের এক যুবক। শুক্রবার ওই যুবককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৮ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। 

    আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে কেরলের বাসিন্দা ওই যুবক বউবাজার থানার চাঁদনি চক এলাকায় এক ব্যবসায়ীর কাছে আসেন। তিনি ব্যবসায়ীকে বলেন, তিনি নগদ চার হাজার টাকা দিচ্ছেন। তার বদলে একটি নির্দিষ্ট নম্বরে অনলাইনে চার হাজার টাকা পাঠানোর অনুরোধ করেন। সেই মতো ওই ব্যবসায়ী অনলাইনে চার হাজার টাকা পাঠান। কিন্তু এরপরই যুবকটি অন্য মূর্তি ধারণ করেন। তিনি পকেট থেকে একটি পরিচয়পত্র দেখিয়ে নিজেকে বিএসএফের ইনসপেক্টর বলে পরিচয় দেন। ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলেন, তিনি যেন আর টাকা না চান। তাহলে পরিণতি ভালো হবে না।

    ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বউবাজার থানার পুলিস তদন্তে নামে। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস চাঁদনি এলাকা থেকে বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিস ধৃতের মোবাইল ফোন ও ভুয়ো পরিচয়পত্রটি বাজেয়াপ্ত করে।  সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে জানান, ওই ব্যবসায়ী যে নম্বরে টাকা পাঠিয়েছিলেন, সেটি পুলিস খতিয়ে দেখছে। বিষয়টি তদন্তের জন্য ধৃতকে পুলিস হেফাজতে নেওয়া প্রয়োজন। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তার বিরোধিতা করেন। এরপর বিচারক মামলার নথিপত্র ও কেস‑ডায়েরি দেখে ধৃতের জামিন বাতিল করে দেন। 
  • Link to this news (বর্তমান)