• ২ বাসের রেষারেষি, মৃত্যু কন্ডাক্টরের
    বর্তমান | ১২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাত্মা গান্ধী রোডে পূরবী সিনেমার কাছে একই রুটের দুই বেসরকারি বাসের রেষারেষিতে মৃত্যু হল এক কন্ডাক্টরের। মৃতের নাম মিঠুন প্রামাণিক (৪১)। বৃহস্পতিবার রাত পৌনে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, ২৮ নম্বর রুটের একটি চলন্ত বাস থেকে ওই কন্ডাক্টর আচমকাই রাস্তায় পড়ে যান। ঠিক তখন পিছন থেকে আসা ওই রুটেরই অন্য একটি বাস তাঁকে ধাক্কা দেয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই জখম  কন্ডাক্টরের মৃত্যু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
  • Link to this news (বর্তমান)